সোমবার, ১১ মে ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চরফ্যাশনে প্রথম করোনায় রোগী শনাক্ত: নমুনা সংগ্রহ ৮৬
চরফ্যাশনে প্রথম করোনায় রোগী শনাক্ত: নমুনা সংগ্রহ ৮৬
কামরুজ্জামান শাহীন, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে প্রথম মাহাফুজ(২২) নামের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। তার নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
ররিবার রাতে তার রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সে স্থানীয় নয় বলে জানা গেছে। এই উপজেলায় এবারই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোভন বসাক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৭ মে চরফ্যাশন পৌর ১ন ং ওয়ার্ড কুলসুমবাগ এলাকায় ঢাকা থেকে বেড়াতে আসা মাহাফুজ ২২ বছরের এক যুবক জ্বর,সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রবিবার তার রির্পোট পজেটিভ এসেছে।
তিনি আরো জানান, সোমবার(১১ মে) চরফ্যাশনে এ পর্যন্ত ৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যার মধ্যে ৪৯ টি নমুনা নেগেটিভ এসেছে, ১টি নমুনা রির্পোট পজেটিভ এসেছে। বাকি ৩৬ টির নমুনা রির্পোট এখনো আসেনি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন জানান, আক্রান্ত যুবকের বাড়ি ঢাকার বছিলায়। সে খালু চরফ্যাশন হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর মাওঃ নুরুল আমিন বাড়িতে বেড়াতে আসে। গত কিছুদিন আগে তার জ্বর,সর্দি ও কাশি হলে মাওঃ নুরুল আমিন ৭ ই মে পরিবারের সবাইকে করোনা টেষ্টে পাঠান । রবিবার মাহাফুজের করোনা পজিটিভ আসে। রবিবার সে তার আরেক খালু ভোলা সদর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের বাড়ি থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । কিন্তু এই রিপোর্টে তার করোনা পজেটিভ আসছে এমন খবর শুনে যাওয়া হল না। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. শাহীন মাহামুদ চরফ্যাশন হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর মাওঃ নুরুল আমিনের বাড়িটি লকডাউন করে দেন।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মিজানুর রহমান নেতৃত্বে করোনা পজিটিভ শনাক্ত যুবক বেড়াতে আসা ভোলা সদর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের বাড়িটিও লগডাউন করে দেন।