সোমবার, ১১ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বধির ও বাক প্রতিবন্ধিদের হাতে নগদ অর্থ তুলে দিলেন এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বধির ও বাক প্রতিবন্ধিদের হাতে নগদ অর্থ তুলে দিলেন এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
সোমাবার দুপুরে উপজেলার বদরপুর “নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়” মাঠে বধরি ও বাক প্রতিবন্ধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, প্রতিবন্ধিরা ও সমাজের অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সকল দূর্যোগে অসহায়দের পাশাপাশি প্রতিবন্ধিদের ও খোঁজ রাখেন। প্রধানমন্ত্রীর পক্ষে করোনার প্রভাবে অসহায় প্রতিবন্ধিদের মাঝে অর্থ ও ত্রাণ বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
পরে স্থানীয় অসহায় ও হতদরিদ্রদের মাঝেও ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।