সোমবার, ১১ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনের করোনা আক্রান্তের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনের করোনা আক্রান্তের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
সালাম সেন্টু : লালমোহনের সেই করোনায় আক্রান্ত নারীর বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ৯নং ওয়ার্ড এলাকার আছমা বেগমের করোনা রিপোর্ট পজেটিভ আসায় রাতে তার বাড়ি লকডাউন পরবর্তী রােগীর পরিবারসহ ওই বাড়ির আরো ৬টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যান এমপি শাওন।
এ ব্যাপারে সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমরা রাতেই তার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।
আক্রান্তের প্রতি কোন ঘৃণা নয় বরং তাকে সেবার মাধ্যমে সুস্থ করে তোলার আহবান জানিয়ে এমপি শাওন বলেন, রোগীর সাথে সাথে সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
রোগীর জন্য আলাদা রুম, আলাদা খাবার পাত্রসহ তাকে নিয়মিত গরম পানির ব্যবস্থা করে দিতে স্বজনদের প্রতিও আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ইউএনও হাবিবুল হাসান রুমি, লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মহসিন প্রমুখ।