
রবিবার, ১০ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে প্রথম করোনা রোগী শনাক্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রথম করোনা রোগী শনাক্ত।।লালমোহন বিডিনিউজ
নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে এই প্রথম কোনো করােনা রোগী শনাক্ত হলো। রবিবার উপজেলার ফরাজগঞ্জের ৯নং ওয়ার্ড মহেষখালী গ্রামের আছমা বেগম (২২) নামের এক নারী করোনা পরীক্ষায় পজেটিভ আসে। এ সংবাদে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৮মে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আসমা বেগমের নমুনা সংগ্রহ করা হয়। আজ (রবিবার) তার রিপোর্ট পজেটিভ আসে। তবে ওই নারী নিজ বাড়িতেই অবস্থান করছেন বলেও জানান হাসপাতালের এ কর্মকর্তা।
এদিকে করোনায় আক্রান্ত আছমা বেগমের বাড়ি লকডাউন করার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।