রবিবার, ১০ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে রোজাদারদের হাতে ইফতার ও কর্মহীন চালকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে রোজাদারদের হাতে ইফতার ও কর্মহীন চালকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার লালমোহনে রোজাদারদের হাতে নিজ অর্থায়নে ইফতার সামগ্রী ও করোনায় কর্মহীন হয়ে পড়া অটো চালকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
রবিবার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে রোজাদারদের হাতে ইফতার ও ৫শতাধিক অটো এবং হোন্ডা চালকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
ইফতার সামগ্রী বিতরণকালে এমপি শাওন বলেন, মহামারী করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা সকলকে মেনে চলতে হবে। নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখতে এ ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য সকলে সতর্ক থাকতে হবে।
এমপি শাওন আরো বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারের ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমূখ।