শনিবার, ৯ মে ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিবিএস ক্যাবলস’র সৌজন্যে খাদ্য সহায়তা বিতরণ
চরফ্যাশনে বিবিএস ক্যাবলস’র সৌজন্যে খাদ্য সহায়তা বিতরণ
কামরুজ্জামান শাহীন : ভোলার চরফ্যাশনে বিবিএস ক্যাবলস’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি’র পৃষ্ঠপোষকতায় সেচ্ছাসেবী সংগঠন বিডিএফআই’র বাস্তবায়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার(৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলার অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
বিবিএস ক্যাবলস’র ভ্রান কমিটির সভাপতি আব্দুল ওহাব হাওলাদার জানান, বিবিএস ক্যাবলস’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি’র একান্ত পৃষ্ঠপোষকতায় ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল (বিডিএফআই) উদ্যোগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মোকাবেলায় গরীব অসহায় মানুষের মাঝে ৩৫০ প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ , কাউন্সিলর আলাউদ্দিন, নজরুল ইসলাম কৃষাণ, সিরাজুল ইসলাম, বিডিএফআই’র সেচ্ছাসেবক প্রতিনিধি এ আর এম মামুন, কামরুজ্জামান শাহীন, সিরাজুল ইসলাম, মোবাশ্বের হোসেন প্রমূখ।