খেলাধূলার বিরোধে ৫জনকে কুপিয়ে জখম: থানায় মামলা
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে খেলাধূলা সংক্রান্ত বিরোধের জের ধরে ৫জনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টা দিকে উপজেলার সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকার ফুলবাগিচা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার আবুল কালামের ছেলে মো: রাব্বি (২০) ও মো: মিঠু (২৩)। মো: কবিরের ছেলে মো: রায়হান (২০)। মো: ইউসুফের ছেলে জুয়েল (২৫) ও রুবেল (১৭)। এদের মধ্যে গুরুত্বর আহত রাব্বি ও রায়হান বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় আবুল কালামের স্ত্রী জোসনা বেগম বাদি হয়ে ১৬ জনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করেছন।
মামলার সুত্রে জানা যায়, আহতদের সাথে পাশাপাশি বাড়ির হেলাল খাঁ (১৮), শুভ মোল্লা (২০), সাইফুল মােল্লা (২৭), সবুজ সদ্দার (২৫), জুয়েল বদ্দার (২৩) ও বেল্লাল খাঁ (৩০)সহ মামলায় উল্লেখিত বিবাদিদের সাথে খেলাধূলাসহ বিভিন্ন ব্যাপারে বিরোধ ছিল। সে বিরোধের জের ধরেই গত মঙ্গলবার সন্ধ্যায় হামলাকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাব্বি, মিঠু, রুবেল, রায়হান ও জুয়েলের পথরোধ করে তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের ছুড়ি ও চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে গুরুত্বর আহত রাব্বি ও রায়হানকে বরিশাল পাঠানোর নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক।