বৃহস্পতিবার, ৭ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাদ্রাসা শিক্ষকদের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাদ্রাসা শিক্ষকদের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদ্রাসা শিক্ষকদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার সকালে লালমোহন মারকাজুল উলুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স ময়দানে এসোসিয়েশন অফ এক্সিলেন্স চ্যারিটি-বাংলাদেশ আয়োজিত লালমোহন ও তজুমদ্দিন উপজেলাধীন ক্বওমী মাদ্রাসার (আবাসিক ও লিল্লাহ বোডিং) এর শিক্ষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ পদক্ষেপে করোনা প্রতিরোধেও আমরা দ্রুত জয়ী হবো ইনশাআল্লাহ। সরকারের ৩১ দফা মেনে চললেই এটা সম্ভব হবে। এরপর এমপি শাওন উপজেলার বিভিন্ন ইউনিয়নেও ইফতার সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভাা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমুখ।