বুধবার, ৬ মে ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭৯০
২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭৯০
ডেক্স : গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭৯০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে করোনায় মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৯০ জন। ফলে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭১৯ জনে।
আজ বুধবার (৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বুধবার বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৮ হাজারের বেশি।
করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের ৩৭ লাখ ৪০ হাজার ৫৯১ জন। তাদের মধ্যে বর্তমানে ২২ লাখ ৩৪ হাজার ৮৯৮ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ২৪৪ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১২ লাখ ৪৭ হাজার ২১২ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৫৮ হাজার ৪৮১ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।