বুধবার, ৬ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনা যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনা যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত নির্দেশনা মানার মধ্যে দিয়েই আমরা এ যুদ্ধে জয়ী হবো ইনশাআল্লাহ। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়াবহ রূপ ধারণ করলেও যেকোন দূর্যোগে সব সময় মানব সভ্যতার জয় হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় অতি শিগ্রই ভোলায় করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব (পিসিআর) স্থাপন করা হবে।
বুধবার দুপুরে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রসার মাঠে আনসার ভিডিপি ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণকালে একথা বলেন তিনি।
আনসার ভিডিপির প্রসংসা করে এমপি শাওন বলেন, দেশের যে কােন দূর্যোগে আনসার ভিডিপি বাহিনীর ভূমিকা অনেক। তাই এ দুর্যোগে তাদেরও খাদ্যের ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।