ভোলায় ৬ কেজি গাজাসহ আটক-২
ভোলা প্রতিনিধি : ভোলায় ৬ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তুলাতলী লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা পৌর ১নং ওয়ার্ডের ডোম কলনী এলাকার কাসেম সর্দারের ছেলে মাকসুদ (২৫) ও একই এলাকা মো: ফারুকের ছেলে আরিফ (১৮)।
ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো: হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদরের তুলাতলী এলাকায় অভিযান চালায়।
এ সময় মাদক বিক্রেতা মাকসুদ ও আরিফকে সন্দেহজনক আটক করে ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়।
ডিবি পরিদর্শক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এসব গাজা ট্রলারযোগে নোয়াখালী থেকে আনা হয় বলেও তারা পুলিশকে জানায়।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।