সোমবার, ৪ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
লালমোহনে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার বদরপুরে পূর্ব শত্রুতার জের ধরে কবিরের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত রবিবার ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার ফজর আলী হাওলাদার বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে কবির ও মনজুর রহমান গত শুক্রবার সকালে সাতবাড়িয়া বাজার সংলগ্ন পূর্ব পার্শ্বে নিজেদের পুকুরে প্রায় দশ হাজার টাকার তেলাপিয়া মাছের পোনা ছাড়েন। পরদিন শনিবার ওই পুকুরের পাড় বাঁধ দিতে গেলে তাদের কে একই বাড়ির মজিবল হকের ছেলে কামরুল ও দুলাল এসে বাধা দেয়। এসময় তারা মাছ মেরে ফেলার হুমকি দেয় এবং ওইদিন রাতের কোন এক সময়ে তারাই বিষ প্রয়োগের মাধ্যমে মাছগুলো মেরে ফেলেছে বলেও অভিযোগ ভুক্তভোগী কবিরের।
কবিরের মা বিলকিছ বেগম জানায়, কামরুল তার ছেলেদের বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে তিনি এগিয়ে এলে একপর্যায়ে কামরুল তার গায়ে হাত তোলে বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে কামরুল বলেন, এমন কােন ঘটনা ঘটেনি বরং তারাই আমাদের কে মারধর করতে উদ্যত হয়েছিল।