সোমবার, ৪ মে ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিএনপি নেতা জাফর ঢালীর মৃত্যু : নাজিম উদ্দিন আলমের শোক
চরফ্যাশনে বিএনপি নেতা জাফর ঢালীর মৃত্যু : নাজিম উদ্দিন আলমের শোক
কামরুজ্জামান শাহীন : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারের মৎস্য ব্যবসায়ী, রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপি’র সদস্য ও শশীভূষণ থানা বিএনপি’র প্রচার সম্পাদক মো.কামাল হোসেন জাফর ঢালী (৬৫) হার্ড অ্যাটাকে মৃত্যু বরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার রাত পৌনে ৯টার দিকে শশীভূষণ বাজারের নিজ বাস ভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে সে ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অশংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চরফ্যাশন মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছারা তার মৃত্যুতে শোক জানিয়েছেন, চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শশীভূষণ ও রসুলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
রাত সাড়ে ১২টার তার গ্রামের বাড়ি রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নজর আলী মাঝি বাড়ির দরজার জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়েছে।