সোমবার, ৪ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ছাঁদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
লালমোহনে ছাঁদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে কাজ করার সময় অসাবধনতাবশত ছাঁদ থেকে পড়ে মো: সজিব (১৬) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে লালমোহন পৌর ৮নং ওয়ার্ড ওয়েষ্টার্ণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব পৌর ১১ নং ওয়ার্ড ভাঙ্গাপোল এলাকার আসলাম মালে বাড়ির মাে: হাবিবের ছেলে।
জানা যায়, ওই এলাকার স্বপ্নপ্লাজা ভবনের ছাঁদে নির্মাণ কাজ করছিল সজিবসহ আরও কয়েকজন শ্রমিক। এসময় অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগলে ছাঁদ থেকে ছিটকে নিচে পড়ে গুরুত্বর আহত হয় সজিব। পরে তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালের উদ্দেশ্য নেয়ার পথে মৃত্যু হয় সজিবের।
এ ব্যাপারে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।