রবিবার, ৩ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » গভীর রাতে ত্রাণ নিয়ে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে হাজির এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
গভীর রাতে ত্রাণ নিয়ে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে হাজির এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : প্রাণঘাতী করোনার কারণে সরকারের নির্দেশনা মেনে ঘরবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছিল উপজেলার রমাগঞ্জের ৮নং ওয়ার্ড এলাকার এক মাদ্রাসা শিক্ষকের পরিবার। পরে শনিবার মধ্য রাতে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে ফোন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র মুঠোফোনে।
মাদ্রাসা শিক্ষকের অসহায়ত্বের কথা শুনেই মানবতার ডাকে সারাদিনের ক্লান্তি ভুলে রাতেই খাদ্য সামগ্রী নিয়ে ওই শিক্ষকের বাড়ির উদ্দেশ্য পাড়ি জমান এমপি শাওন। গাড়ীতে তুলে নেন ৩০ কেজি চাল, ২ কেজি ছোলা, ১কেজি মুড়ি, ২ কেজি চিনি, ২ কেজি চিড়া ও ২কেজি খেজুর।
গাড়ী গিয়ে থামে আজাহার রোডের জলিল সিকদার বাড়ীতে। খাদ্য সামগ্রী হাতে তুলে ওই মাদ্রাসা শিক্ষকের ঘরের দুয়ারে হাজির হন দ্বীপবন্ধু এমপি শাওন। দরজা খুলে এমপি শাওন কে দেখে খুশিতে দু চোঁখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে ওই শিক্ষকের। হাত আল্লাহর দরবারে তুলে প্রাণ ভরে দোয়া করেন লালমোহন তজুমদ্দিনের পাঁচ লক্ষ মানুষের অভিভাবকের জন্য।
এ সময় মাদ্রাসা শিক্ষকের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন এমপি শাওন।
এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে কেউ না খেয়ে থাকবেনা। করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা আমাদের সকলের ভালোর জন্য। নির্দেশনা মেনে ঘরে থাকলেও কারো খাবারের অভাব হবেনা। যখনই কারো খাবারের প্রয়োজন হবে, সংবাদের সাথে সাথে আমরা খাবার পৌঁছে দেব।
শুধু মাদ্রাসা শিক্ষক নন, কিছুদিন আগেও এক মধ্যরাতে উপজেলার বদরপুর থেকে এক অসহায় মা তাঁর সন্তানের অভুক্ততার কথা জানিয়ে ফোন করেন এমপি শাওনের মুঠোফোনে। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাদামাটি পেরিয়ে খাদ্য সামগ্রী ও সন্তানের দুধ নিয়ে ওই মায়ের ঘরের দুয়ারে হাজির হন এমপি শাওন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে মহামারী সময়ের প্রতিদিন লালমোহন- তজুমদ্দিনের মানুষের সেবায় ক্লান্তিহীন ছুটে চলছেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।