শুক্রবার, ২১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জেলেদের জালে ধরা পড়েছে সাত মন ওজনের ডলফিন প্রকৃতির মাছ
ভোলায় জেলেদের জালে ধরা পড়েছে সাত মন ওজনের ডলফিন প্রকৃতির মাছ
ভোলা প্রতিনিধি :ভোলার তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় সাত মন ওজনের ডলফিন প্রকৃতির মাছ। ভেদুরিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে আল-আমিন মাঝির জাল থেকে এ মাছটি উদ্ধার করা হয়। ওই মাছ টি বুধবার বিকালে ভোলার ব্যাংকের হাট বাজারে আনা হলে শত শত উৎসুক মানুষ তা দেখার জন্য ভিড় জমায়। পরে সন্ধ্যায় লঞ্চযোগে বরিশাল বিক্রির উদ্দ্যেশে নিয়ে যাওয়া হয়। মুহুর্তে মধ্যে এ ঘটনা টক অব দ্যা টাউনে পরিনত হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বিকালের দিকে জাল নৌকা নিয়ে ভেদুরিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যায় আল-আমিন মাঝি। নদীতে জাল ফেলার এক ঘন্টা পর শুরু হয় তার জাল নিয়ে টানা-টানি। নদীতে থাকা অন্য জেলেদের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টার পর পানি থেকে জাল তুলতেই দেখা যায় বিশাল আকৃতির এক ডলফিন মাছ প্রকৃতির মাছ। যার আনুমানিক ওজন সাত মন । তবে কয়েক ঘন্টা জালে আটকে থাকায় ডলফিনটি মারা যায়। নদী থেকে তুলে এটি ব্যাংকের হাট বাজারে নিয়ে আসলে সেখানে শুরু হয় উৎসুক জনতার ভিড়। তেঁতুলিয়া নদীর মতো এলাকায় গভীর সাগরের প্রানী দেখে স্থানীয়রা অনেকটা বিস্মিত হয়েছে।