বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪।।লালমোহন বিডিনিউজ
করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬৪।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৮ জনে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জন। আর, গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন।
বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৪,৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর, মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ১৩৮ জনকে। বর্তমানে মোট ১,৪২০ জন আইসোলেশনে রয়েছেন।
তিনি আরও জানান, করোনা পরীক্ষার পরিধি আরও বাড়ানো হয়েছে। আর যেসব হাসপাতাল করোনা পরীক্ষার জন্য আবেদন করেছে তারা স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া শর্ত পূরণ করতে পারলে অনুমোদন দেয়া হবে। রাজধানীতে বেসরকারি কয়েকটি হাসপাতালে করোনা শনাক্ত ও চিকিৎসা দেয়ার কথাও বলেন তিনি।
প্রসঙ্গত গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সারা বিশ্বে এ পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ লক্ষের বেশি মানুষ। আর, এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ২ লক্ষ ২৮ হাজার ৪০৩ জন ব্যক্তি। তবে, বিশ্বে এই রোগ থেকে সুস্থ হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। এদিকে, বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ই মার্চ।