সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লালমোহনে রোজাদারের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লালমোহনে রোজাদারের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভোলার লালমোহনে কর্মহীন হয়ে পড়া ৩ হাজার পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার সকালে লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের কর্মহীন মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি। ইফতার সামগ্রীর মধ্যে ছিল, মুড়ি, ছোলা বুট, চিনি, চিড়া ও খেজুর।
ইফতার সামগ্রী বিতরণকালে এমপি শাওন বলেন, মহামারী করোনা ভাইরাস সারাবিশ্ব ছাড়িয়ে আমাদেও দেশেও হানা দিয়েছে। পবিত্র রজমান মাসে মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন অতিদ্রুত এ মহামারী থেকে আমাদের দেশ ও দেশের মানুষকে হেফাজতে করেন।
এসময় দূর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সর্বদা মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন বলেও জানান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধানন্ত্রী কর্তৃক অসহায়দের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী নিয়ে কোন জনপ্রতিনিধি এমনকি দায়িত্বে থাকা প্রশাসনের কোন কর্মকর্তা হলেও তাকে ছাড় দেয়া হবেনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, ২নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবির প্রমূখ উপস্থিত ছিলেন।