শনিবার, ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ১১ দোকানে জরিমানা।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ১১ দোকানে জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন বাজারের দোকানগুলোতে পণ্যের সঠিক মূল্য তালিকা না থাকার দায়ে ১১ দোকানে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ও সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ হাসান।
এ সময় চরফ্যাশন বাজারের কাপুরিয়াপট্টি রোড় , মুদি দোকান, চাউল পট্টি রোডে চাউলের দোকান,থানা রোডে টিনের দোকান ও শরীফ পাড়া সদর রোডে প্লাস্টিকের দোকানসহ স্থানীয় ফারুকের খাবার হোটেল খোলা রাখার কারণে তার খাবার নিয়ে এতিমখানায় বিতরণ করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন ও সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ হাসান বলেন, যতদিন পর্যন্ত চরফ্যাশনের দোকানীরা আইন না মানবে, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করবে, ততদিন পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।