বুধবার, ১৯ আগস্ট ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বাকী টাকার জন্য সেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়েছে উপজেলা সেচ্ছাসেবক দলের সম্পাদক
লালমোহনে বাকী টাকার জন্য সেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়েছে উপজেলা সেচ্ছাসেবক দলের সম্পাদক
মিজানুর রহমান লিপু লালমোহন : লালমোহনে দোকানের বাকী টাকার জন্য মর্ডান পার্স ষ্টোরের মালিক ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শাহিন ও তাদের দোকান কর্মচারী হারুন ফরাজগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভুট্রকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত কাল বুধবার বিকেল পাঁচ টায় বাজরের হাইস্কুল রোডের মর্ডান পার্স স্টোরে এ ঘটনা ঘটে। তাকে রক্তাত্ব অবস্থায় উদ্বার করে ডাঃ মহিবুল্ল্যাহের চেম্বারে নিয়ে যায় স্থানীয়রা। আঘাতের কারনে তার মুখ মন্ডল থেতলে যাওয়া সহ শরীরে বিভিন্ন স্থানে খত সহ মূমূর্ষ অবস্থায় দেখা যায়। এব্যাপারে ভুট্র বলেন মর্ডান পার্স ষ্টোরের সাথে আমার ১০ বছরের ব্যাবসায়ীক লেন দেন চলে আসছে।বুধবার আমার ড্রাইভার অন্য দাকান থেকে মাল কিনে আসার সময় শাহীন তাদেরকে দোকানে ডেকে নিয়ে তাদের কাছ থেকে মাল রেখে দেয় । আমি খবর পেয়ে সেখানে গেলে তারা আমাকে অবরুদ্ব করে দোকানের স্কেল ও বগি দা দিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। সরকারী দলের এ নেতার উপর বিএনপি পন্থী নেতার হামলায় অনেকটা বিস্মিত হয়ে পরে আওয়ামীলীগ সমর্থকরা। এধরনের হামলা বিএনপির ২০০১ সালের ঘটনার পূর্নরাবৃত্তি বলে সরকারী দলের অনেক নেতা মনে করেন।এদিকে ঘটনার জন্য যাতে মামলা না হয় তার জন্য চাপ প্রয়োগ সহ বাদীর সাথে সমঝোতা করার জন্য সরকারী দলের অনেক নেতাকে দেখা গেছে। অন্যদিকে মর্ডান পার্স ষ্টোরের দোকান বন্ধ করে সবাই পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। লালমোহন থানার অফিসার্স ইনচার্জ আকতারুজ্জমান বলেন এব্যাপারে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে । অভিযোগ দায়ের করার পর তাদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।