বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
দেশবাসীর সুরক্ষা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশ ও দেশের জনগণকে মুক্ত রাখার লক্ষ্যে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এ দূর্যোগ মুহুর্তে মানুষের সেবায় কাজ করে যাওয়া ডাক্তার নার্সদের সুরক্ষার কথাও ভাবেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি প্রদানকালে একথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, সাধারণ মানুষের পাশাপাশি ডাক্তার ও নার্সদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করা হবে। ডাক্তারেরা সুরক্ষিত থাকলে অসুস্থদের সেবা দেওয়া সহজ হবে। আমাদের প্রত্যেকেই সচেতন হয়ে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে হবে। সচেতনতার মাধ্যেমেই করোনা সংক্রমন থেকে রক্ষা পাওয়া সম্ভব।
এসময় নার্স, উপজেলা প্রশাসন, পুলিশ ও সাংবাদিকদের মাঝে পিপিই, এন-৯৫ মাক্স, ফেস সীলড, ডিজিটাল থার্মমিটারসহ সুরক্ষা সরঞ্জামাদি তুলে দেন এমপি শাওন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত লালমোহন ও তজুমদ্দিন উপজেলার দুটি হাসপাতালের টিএসদের মাঝে নতুন গাড়ী হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কবির সোহেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন প্রমুখ।