সোমবার, ২০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে ৮০ পিচ ইয়াবাসহ নারী গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে ৮০ পিচ ইয়াবাসহ নারী গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনি্উজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে মোসাঃ পিয়ারা বেগম(৩৮) নামের এক নারীকে ৮০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার(১৯ এপ্রিল) ভোর রাতে উপজেলা আব্দুল্লাহপুর ৬নং ওয়ার্ড নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোসাঃ পিয়ারা বেগম একই এলাকার নুর করিমের স্ত্রী।
পুলিশ জানায়, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই) (নিঃ) আজিজুর রহমার সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উপজেলার আব্দুল্লাহপুর ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মোসাঃ পিয়ারা বেগম নামের এক নারীকে ৮০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। এসময় তার স্বামী নুর করিম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
চরফ্যাসন থানার ওসি মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারীর নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছারা এই মামলায় তার স্বামী সহ দু’জন অজ্ঞাত আসামী রয়েছে। তাদেরকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।