রবিবার, ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লকডাউনে ও থেমে নেই টোল আদায় : হতাশ লালমোহনের পরিবহন মালিকরা।।লালমোহন বিডিনিউজ
লকডাউনে ও থেমে নেই টোল আদায় : হতাশ লালমোহনের পরিবহন মালিকরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনার প্রভাবে দেশের বিভিন্ন স্থানের মত ভােলার লালমোহন উপজেলা লকডাউন করা হয়েছে। ফলে ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন ধরণের যান চলাচলও বন্ধ রয়েছে। তবে থেমে নেই লালমোহন পৌরসভার ইজারাদারদের টোল আদায়। যান চলাচল বন্ধ থাকার পরও টোল দাবি করছে তারা।
এমন অভিযোগ তুলে লালমোহনের একাধিক মাইক্রােবাস মালিক জানান, করােনার পরিস্থিতির জন্য আমাদের মাইক্রোবাস বন্ধ রয়েছে প্রায় দুই মাসের মত। মাইক্রোবাসের ইজারাদার আমাদের কাছ থেকে মাস শেষে টোল আদায় করতো। সেমতে মাস পূর্ণ হয়েছে, তবে করোনার জন্য লকডাউন হয়ে আমাদের মাইক্রাে চলাচল বন্ধ ছিল জেনেও মাসিক টোল দাবি করছে ইজারাদারের লোকজন।
তারা আরো বলেন, বর্তমান পরিস্থিতির জন্য বিভিন্ন এনজিও সংস্থার ঋণ কার্যক্রম ও বন্ধ ঘোষণা করা হয়েছে। অথচ ইজারাদারদের তাণ্ডব বন্ধ করা হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন তারা। বিষয়টি সমাধানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।