
শনিবার, ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সালাম সেন্টু, : ২০২০-২০২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেলো লালমোহন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।
শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব কৃষিপণ্য বিতরণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ পর্যায়ে উপজেলার ২১৫০ কৃষক ৫ কেজি আউশ ধানের বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার পাচ্ছেন।
কৃষিপণ্য বিতরণকালে এমপি শাওন বলেন, কৃষি ও কৃষক বাঁচাতে সরকার ভর্তুকী দিয়ে তাদের হাতে উন্নত মানের বীজ ও সার পৌঁছে দিচ্ছে।
বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে লকডাউন হয়ে যারা বাড়িতে অবস্থান করছেন, সকলের বাড়ির আঙিনায় সবজি ও ফলমূল চাষাবাদের মাধ্যমে পরিবারের খাদ্যের জোগান বৃদ্ধির আহবানও জানান এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএস এম শাহাবুদ্দিন প্রমূখ।