বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তুচ্ছ ঘটনায় একটি পরিবারের উপর হামলা: নারীসহ আহত ৫
লালমোহনে তুচ্ছ ঘটনায় একটি পরিবারের উপর হামলা: নারীসহ আহত ৫
নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামের আ: আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, আ: আলী বেপারী (৭০), তার স্ত্রী মিনারা বেগম (৪০) দুই ছেলে জুয়েল (২৩), রাকিব (২০) ও ইয়ানুর বেগম (২৫) নামের আরও এক নারী। আহতরা বর্তমানে লালমোহন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের সূত্রে জানা যায়, নিজ বাড়ির দরজায় আ: আলী বেপারীর ছেলে রাকিব দোকান করে। গতকাল (বুধবার) সন্ধ্যায় পার্শ্ববর্তী হযরত আলী (হাফিজ) এর ছেলে হাসনাঈন দোকানে এসে রাকিব কে মুরগী চোর বলায় উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। বিষয়টি জানতে পেরে সাথে সাথে মিমাংসা করে দিয়ে উভয়কে সরিয়ে রাকিবকে নিয়ে ঘরে রাতের খাবার খেতে যান তার বাবা।
আ: আলী বেপারী বলেন, ছেলেসহ পরিবারের সবাইকে নিয়ে খাবার খাওয়ার মধ্যেই পার্শ্ববর্তী বাড়ির হযরত আলী, ইউসুফ, নুরনবী, আ: হাই ও মঞ্জুসহ আরও কয়েকজন মিলে আমাদের দােকান ভাঙচুর শুরু করে। আওয়াজ পেয়ে ঘরের বাহির হতেই আমাকে মারধর শুরু করে এবং কয়েকজন আমার ঘরে ঢুকে স্ত্রী সন্তানদের উপর ভাত খাওয়া অবস্থায় লাঠি ও দা নিয়ে হামলা করে।
পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনের আশ্রয় নেয়ার নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান আ: আলী বেপারীর ছেলে রহিম আলী।
এদিকে এমন বর্বরোচিত হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।