
বুধবার, ১৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু কন্যার সময়ে সকল ধর্মের মানুষ সমান সুধিবা পাচ্ছে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধু কন্যার সময়ে সকল ধর্মের মানুষ সমান সুধিবা পাচ্ছে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের পাশে থাকেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনার এ সরকারের সময়ে দেশের সকল ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পাচ্ছে। উঁচু নিচু, জাত পাত নয়: বরং সকলকে সমান মর্যাদা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ প্রাঙ্গনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৩১ দফা নির্দেশনা মেনে চলুন, সকলে যার যার ঘরে অবস্থান করুন। আমরা তাঁর পক্ষ থেকে সকলের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তাঁর নির্দেশনা মেনে চললে আমরা প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলা করতে সক্ষম হব, ইনশাআল্লাহ।
এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের ১০০ শীল সম্প্রদায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে “দ্বীপবন্ধু নুরুন্নবী চৌধুরী মানবিক সহায়তা কেন্দ্র”র পক্ষ থেকে উপজেলার দু:স্থ ও কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন প্রমূখ।