
বুধবার, ১৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ভোলার লালমোহনে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপ ও মৎস্য আহরণে নিষেধাজ্ঞার ফলে কর্মহীন হয়ে পড়া অসহায় জেলেদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দের জেলে পূণর্বাসনের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে জেলেদের মাঝে চাল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, জেলেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত এ উপহার পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি জেলে পরিবারের মাঝে বিতরণ করা হবে।
এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় আবারও সকল কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে তা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান তিনি।
উল্লেখ্য, সামাজিক দুরত্বের শৃঙ্খলা বজায় রেখে ধলীগৌরনগর ইউনিয়নের ২০৬০ ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১০৮০ জন জেলে দুই মাসের মোট ৮০ কেজি করে চাল পাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু স্থনীয় নেতৃবৃন্দ।