শনিবার, ১৫ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ধর্ম-কর্ম | শিরোনাম | সর্বশেষ » আগামী কাল রোববার থেকে হজ ফ্লাইট শুরু
আগামী কাল রোববার থেকে হজ ফ্লাইট শুরু
লালমোহন বিডিনিউজ,রাসের সিকদার ঢাকা : আগামী রোববার থেকে হজ ফ্লাইট শুরুর সব প্রস্তুতি শেষ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় উড়াল দেবে। একই দিনে দুপুর ২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, রাত ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে আরও দুটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।
এছাড়াও রাত ১১ টা ৫৯ মিনিটে জেদ্দার নিয়মিত ফ্লাইটেও হজ যাত্রীদের পরিবহন করা হবে।হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান। হজের কার্যক্রম বৃহস্পতিবারই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যান্য বছরের মতো এ বছরেও চট্টগ্রাম এবং সিলেট থেকে হজ্জ-ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান। দুই মাস ব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় এ বছর নিয়মিত ফ্লাইটসহ মোট ২৮৫টি ফ্লাইটে মোট ৫১ হাজার হজযাত্রীকে জেদ্দায় পৌঁছে দেওয়ার কথা রয়েছে বিমানের। এর মধ্যে ২২৪টি ডেডিকেটেড (হজ ফ্লাইট) এবং ৬১টি নিয়মিত ফ্লাইট।
১৬ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-হজ বা হজের আগে ফ্লাইট রয়েছে ১৪৫টি। এর মধ্যে ডেডিকেটেড ১১৫ এবং নিয়মিত ৩০টি। হজ ফিরতি ফ্লাইট চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ১৪০টি ফ্লাইট চলবে, যার মধ্যে ডেডিকেটেড ১০৯ এবং নিয়মিত ৩১টি।
২,৫৭৫ জন সরকারি ব্যবস্থাপনার যাত্রীসহ মোট ৫১০০০ বাংলাদেশি হজপালনের জন্য ক্যারিয়ার হিসেবে বিমানকে ব্যবহার করবেন। হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৬০০ এবং ৯৯ হাজার ১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
বাংলাদেশ ও সৌদি আরব সরকারের মধ্যকার চুক্তি অনুসারে অন্যান্য বছরের মতো অর্ধেক যাত্রী পরিবহন করবে বিমান। গত বছরের মতো এ বছরেও হজযাত্রী পরিবহনে বিমান ব্যবহার করবে বহরে থাকা বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ ।