শনিবার, ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর খুনির দ্রুত ফাঁসি কার্যকরের দাবি ভোলার মাটিতে খুনি মাজেদের লাশ না পাঠানোর দাবিতে এমপি শাওনের সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুর খুনির দ্রুত ফাঁসি কার্যকরের দাবি ভোলার মাটিতে খুনি মাজেদের লাশ না পাঠানোর দাবিতে এমপি শাওনের সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মাজেদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি এবং ভোলার মাটিতে তার লাশ না পাঠানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার বিকাল ৪টায় লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে এমপি শাওন আরও বলেন, এই খুনি মাজেদ ভোলায় জন্মগ্রহণ করে ভোলাবাসিকে কলঙ্কিত করেছে। ভোলার মানুষ এই খুনির লাশ গ্রহণ করে পুনরায় কলঙ্কিত হতে চায়না। বাংলাদেশের কোথায়ও যদি তার লাশ গ্রহণ না করা হয় তাহলে আমাদের দাবি তার লাশ বঙ্গোপসাগরে তার লাশ ভাসিয়ে দেয়া হোক।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর খুনি মাজেদ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডিস্থ ৩২-এর বাসভবনে হত্যা করে। গত ৭ এপ্রিল ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় মাজেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট তোফ্ফাজ্জল হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।