শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ভোলায় আসা যুবকের বাড়ি লকডাউন।।লালমোহন বিডিনিউজ
নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ভোলায় আসা যুবকের বাড়ি লকডাউন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : করোনা আক্রান্ত এলাকা নারায়ণগঞ্জ থেকে এক পোশাক শ্রমিক ভোলায় আসায় একটি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার (১০ই এপ্রিল) দুপুরে নৌবাহিনীর সহায়তায় ওই বাড়িটি লকডাউন করা হয়। পাশাপাশি বাড়ির ৫ সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ভোলা সিভিল সার্জস অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে করোনার প্রকোপ বাড়ায় এক পোশাক শ্রমিক পালিয়ে ভোলা সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন হাওলাদার রোড এলাকার বাড়িতে চলে আসে। এ অবস্থায় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে, স্থানীয়দের উদ্যোগে নিরাপত্তার স্বার্থে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: মনিরুজ্জামান ও নৌবাহিনীর সদস্যরা ওই বাড়িটি লকডাউন করেন।
লকডাউন করার পাশাপাশি বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। যাতে করে এলাকার লোকজন সচেতন থাকতে পারে। এ সময়, ওই পরিবারের ৫ সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।