শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ২৫শে এপ্রিল পর্যন্ত বাড়লো সাধারণ ছুটি।।লালমোহন বিডিনিউজ
২৫শে এপ্রিল পর্যন্ত বাড়লো সাধারণ ছুটি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান সাধারণ ছুটি ২৫শে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। একথা জানিয়েছেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।এ নিয়ে তৃতীয়বারের মতো সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে।
দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বাড়ছে, বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে সরকার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গত ১৮ই মার্চ করোনায় প্রথম মৃত্যুর পর নড়েচড়ে বসে সরকার। ২৬শে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে।
এরপর পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায়, সাধারণ ছু্টি বাড়িয়ে ১৪ই এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর তৃতীয় ধাপে আরও ১০দিন বাড়িয়ে ২৫শে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে চলমান ছুটি। একইসঙ্গে বাতিল হয়েছে পহেলা বৈশাখের সরকারি আনুষ্ঠানিকতাও।