বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ফোন পেয়ে ত্রাণ নিয়ে লালমোহনের কর্মহীনের দুয়ারে হাজির এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
ফোন পেয়ে ত্রাণ নিয়ে লালমোহনের কর্মহীনের দুয়ারে হাজির এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মোবাইলে ফোন পেয়ে ম্ব শরীরে কর্মহীনের বাড়িতে ত্রাণ নিয়ে হাজির ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ড নয়ানী গ্রামসহ কয়েকটি এলাকায় ত্রাণ পৌছে দিয়েছেন তিনি।
ত্রাণ বিতরণকালে এমপি শাওন বলেন, করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। ভয়াবহতার রুপ নিয়ে এগিয়ে যাচ্ছে। এর প্রকােপ থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে ঘরে থাকতে হবে।
প্রধানমন্ত্রীর ঘোষিত নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানিয়ে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছি। আপনারা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ঘরে থাকুন।
এমপি শাওন আরও বলেন, লালমোহন ও তজুমদ্দিনে কর্মহীনদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ১০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। যে কোন সময় ফোন পেলেই তারা ত্রাণ পৌঁছে দিয়ে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন আহেমদ জুয়েল, পৌরসভা কাউন্সিলর রায়হান মাসুম প্রমূখ।