সোমবার, ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে এডিশনাল এসপি’র মানবিকতা: বাঁচলো শিশুর প্রাণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে এডিশনাল এসপি’র মানবিকতা: বাঁচলো শিশুর প্রাণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউ, সালাম সেন্টু: লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দিনমজুর বাবার থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট মেয়ে শোয়াইবা। রক্তের প্রয়ােজন পড়ায় দিশেহারা বাবা ও ছোট্ট শোয়াইবারর পাশে দাঁড়ালেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান। রবিবার সকালে ওই শিশুকে রক্তদান করেন তিনি।
এদিকে রক্তদানে সকল এগিয়ে আসার আহবান জানিয়ে নিজের ভ্যারিফাইড ফেজবুক পেজে একটি পোষ্ট করেছেন তিনি। পোষ্টটি হুবহু তুলে ধরা হলো:
“লালমোহন বদরপুর এর ছোট্ট মেয়ে, শোয়াইবা, থ্যালাসেমিয়ার রুগী। ওর বাবা গরীব দিনমজুর।
ওকে দেখেই আমার মেয়ের কথা মনে হলো। ওর পাশে থাকার ইচ্ছে হলো।
প্রায় প্রতি মাসেই ওকে B(+ve) রক্ত দিতে হয়। প্রিয় লালমোহনবাসী, যাদের রক্তের গ্রুপ B+, আসুন পর্যায়ক্রমে আমরা শোয়াইবার পাশে দাঁড়ায়, ওকে রক্ত দেয়। তাছাড়া রক্ত দিলে কোনো ক্ষতি হয় না, বরং উপকার পাবেন।”