সোমবার, ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ফোন পেয়ে লালমোহনের অসহায়দের দুয়ারে খাবার নিয়ে হাজির এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
ফোন পেয়ে লালমোহনের অসহায়দের দুয়ারে খাবার নিয়ে হাজির এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : করােনা ভাইরাসের প্রকোপে লালমোহন-তজুমদ্দিনের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে নিরাপদে গৃহে থাকার আহবান জানিয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছিলেন, আপনারা ঘরে থাকুন। খাবারের প্রয়োজন হলে হটলাইনে ফোন করুন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের ঘরে আমরা খাবার পৌঁছে দেব।
তারই ধারাবাহিকতায় রবিবার গৃহে থাকা কয়েকটি অসহায় পরিবারের ফোন পেয়ে তাদের ঘরের দুয়ারে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন এমপি শাওন।
এদিন সকাল থেকে লালমোহন উপজেলার বদরপুর, কালমা ও ফরাজগঞ্জ ইউনিয়নের কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রীসহ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেন তিনি। পণ্যগুলোর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, লবণ ও সাবান।
উল্লেখ্য, নিজ উদ্যোগে নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনের ১৫ হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রস্তুত করেছেন নুরুন্নবী চৌধুরী শাওন। সামাজিক দূরুত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন তিনি।
এলাকাবাসীর উদ্দেশ্যে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আপনাদের যখনই খাবারের প্রয়োজন পড়বে আমাদের হট লাইন নাম্বারে ফােন করুন। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে ঘরে থাকুন। শেখ হাসিনা থাকতে কোন মানুষ না খেয়ে থাকবে না।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ মনির হাওলাদার প্রমূখ।