রবিবার, ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনাভাইরাসের প্রকোপ : ছুটি বাড়ালো ১৪ই এপ্রিল পর্যন্ত।।লালমোহন বিডিনিউজ
করোনাভাইরাসের প্রকোপ : ছুটি বাড়ালো ১৪ই এপ্রিল পর্যন্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপের ফলে দেশে সাধারণ ছুটি আগামী ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (৫ই এপ্রিল), জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয় করোনাভাইরাস মোকাবিলা ও এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১১ই এপ্রিল পর্যন্ত ছুটিকে ১৪ই এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগামী ১২ ও ১৩ই এপ্রিল সাপ্তাহিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর, ১৪ই এপ্রিল বাংলা নববর্ষের ছুটি থাকবে।
এছাড়া বাংলাদেশ পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাধারণ ছুটির সময় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঢাকায় কেউ প্রবেশ করতে পারবে না এবং ঢাকার বাইরেও কেউ যেতে পারবে না।
উল্লেখ্য, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এমন শনাক্ত হয়েছেন মোট ৮৮ জন। গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু ও ১৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।