বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে প্রতিবন্ধিকে নির্যাতনের অভিযোগ
বোরহানউদ্দিনে সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে প্রতিবন্ধিকে নির্যাতনের অভিযোগ
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা, শারীরিক প্রতিবন্ধী মোতাহার হোসেন। তিনি স্ত্রী সন্তানদের নিয়ে উক্ত এলাকায় বসবাস করে আসছেন। অত্যন্ত নিরীহ ও অসহায় এই পরিবারের উপরে বারবার বর্বর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা সবুজ দারোগার বিরুদ্ধে ।
একই বাড়ির কাদের দারোগার ছেলে সবুজ দারোগা, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এই প্রতিবন্ধী বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বলে একাধিক সূত্রে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবন্ধী মোতাহার বাধা দিতে আসলেই ক্ষমতার অপব্যবহার করে নিরীহ এই বৃদ্ধকে অসংখ্যবার মারধর ও নির্যাতন করার অভিযোগ আসছে সবুজ দারোগার বিরুদ্ধে।
সর্বশেষ গতকাল সবুজ ও তার স্ত্রী এবং ভাইয়েরা মিলে অসহায় এই পরিবারটির উপরে বর্বরোচিত হামলা চালায়।
বিষয়টি গনমাধ্যমে প্রকাশ করায় তাদেরকে আরও বেশী নির্যাতনের হুমকি দিয়ে ঘরে বন্দি করে রেখেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ প্রসঙ্গে কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান, জোবায়েত এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে জানতে চেয়ে সবুজ দারোগার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি সাংবাদিকের সাথে অশালীন আচরণ করেন।