
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দু:স্থদের পাশে দাঁড়াতে লালমোহন আসছেন সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
দু:স্থদের পাশে দাঁড়াতে লালমোহন আসছেন সাংসদ শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু: দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষা পেতে গৃহে থাকা দিনমজুর ও দূ:স্থ মানুষের প্রতি সহায়তার হাত বাঁড়াতে নিজ নির্বাচনী এলাকায় আসছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা থেকে সড়ক পথে লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
প্রাথমিক পর্যায়ে সাংসদ শাওনের নিজ উদ্যোগে নির্বাচনী এলাকার ১৫ হাজার দু:স্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।