বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি রোগীর পলায়ন!
ভোলায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি রোগীর পলায়ন!
ভোলা প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে দুইজন ভর্তি থাকা রোগীর মধ্যে একজন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ব্যক্তি জয়পুরহাট জেলার বাসিন্দা। তিনি স্থানীয় শেলটেক টাইস্ ইন্ডাস্ট্রিজে চাকরি করতেন। বুধবার দুপুর ১টা পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এর বাইরে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে বর্তমানে একজন ভর্তি রয়েছেন। তিনি ভোলার সদর উপজেলার রাজাপুরের বাসিন্দা।
ভোলার সিভিল সার্জেন রতন কুমার ঢালী রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, মঙ্গলবার রাতে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তির থাকা জয়পুরহাট জেলার বাসিন্দাকে আজ দুপুরের পর থেকে ওই ইউনিট ও তার আশপাশে কোথাও পাওয়া যায় নি। ব্যাপারটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।