
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » থানা হেফাজতে মৃত্য: বরগুনার ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা
থানা হেফাজতে মৃত্য: বরগুনার ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা
ডেস্ক : বরগুনার আমতলী থানায় হেফাজতে থাকা অবস্থায় এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ওসি তদন্ত মনোরঞ্জন শীল, ডিউটি অফিসার আরিফুর রহমানের নাম উল্লেখ করে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ।
বুধবার রাতে বরগুনার পুলিশ সুপারের নির্দেশে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের দায়ের করা অভিযোগ আমতলী থানার ওসি মামলা হিসেবে নথিভুক্ত করেন।
গত ২৬শে মার্চ বরগুনার আমতলী থানা হাজতে আটক শানু হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, চাঁদা না পাওয়ায় পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবারের অভিযোগ, গত বছর ইব্রাহিম নামের একজন কৃষককে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলায় শানু হাওলাদারের সৎ ভাই মিজানুর রহমান হাওলাদার এজাহারভুক্ত আসামি। ২৩শে মার্চ রাতে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শানু হাওলাদারকে আটক করে পুলিশ।