বুধবার, ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » অসহায় মানুষের পাশে দাঁড়ালো লালমোহন”মিডিয়া ক্লাব”।।লালমোহন বিডিনিউজ
অসহায় মানুষের পাশে দাঁড়ালো লালমোহন”মিডিয়া ক্লাব”।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : চলমান করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে গৃহে থাকা লালমোহন পৌরসভার ভুক্তভোগী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লালমোহন মিডিয়া ক্লাব এবং ক্লাবটির প্রধান উপদেষ্টা ভিয়েনাপ্রবাসী বরেণ্য সাংবাদিক মাহবুবুর রহমান।
বুধবার সকাল ১০টায় পৌরসভার অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মশুরী ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার সয়াবিন তৈল ও ১টি সাবান প্রদান করে সংগঠনটি।
লালমোহন মিডিয়া ক্লাবের আয়োজনে ও লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইউরোসমাচার পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান এর পক্ষ থেকে দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক কবি রিপন শান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, দপ্তর সম্পাদক জাকির হোসেন জুয়েল।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, সাংবাদিক ইব্রাহীম আকাশ ও লালমোহন মিডিয়া ক্লাবের প্রচার সম্পাদক জসিম মাতাব্বর প্রমূখ।