মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনার বিস্তার রোধে ১১ই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে
করোনার বিস্তার রোধে ১১ই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে
ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটির মেয়াদ ১১ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চলমান সাধারণ ছুটির মেয়ার আরও বাড়ানো হয়েছে। আগামী ৫ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে, ১০ এবং ১১ই এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ১১ই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকছে।
আজ মঙ্গলবার সকালে, দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়, পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর কথা জনান প্রধানমন্ত্রী। তবে, সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করার বিষয়টি দু’একদিনের মধ্যেই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে গেল ২৬শে মার্চ থেকে ৪ঠা মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরমধ্যেই, আবার ১১ই মার্চ মার্চ পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণা আসলো। করোনাভাইরাসের কারণে সারা দেশে টানা ১৭ দিন ছুটি থাকবে।