সোমবার, ৩০ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বেঁদেদের হাতে সহায়তা তুলে দিলেন এডিশনাল এসপি
লালমোহনে বেঁদেদের হাতে সহায়তা তুলে দিলেন এডিশনাল এসপি
সালাম সেন্টু : ভোলার লালমোহনে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মেনে গৃহে থাকা অসহায় বেঁদে পল্লীর মানুষের মাঝে নিজ উদ্যোগে সহায়তা পৌঁছে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল মো. রাসেলুর রহমান।
সোমবার সকালে সরকারি শাহবাজপুর কলেজ সংলগ্ন বেঁদে পল্লীতে এ সহায়তা প্রদান করেন তিনি।
এসময় ওই পল্লীর ২৫ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, লবণ ও সাবান প্রদান করেন তিনি।