রবিবার, ২৯ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের সকল ইউনিয়নে জীবানুনাশক স্প্রের উদ্যোগ
লালমোহনের সকল ইউনিয়নে জীবানুনাশক স্প্রের উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমন থেকে উপজেলাবাসী কে মুক্ত রাখার প্রচেষ্টায় বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় জীবানুনাশক স্প্রের উদ্যোগ নিয়েছে লালমোহন উপজেলা প্রশাসন।
রবিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। পরে উপজেলা পরিষদের রাস্তায় জীবানুনাশক স্প্রের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমুখ।