রবিবার, ২৯ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
লালমোহনে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে গৃহে অবস্থানকারী অসহায় ও হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে টেলিকনফারেন্সে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি করে ডাল পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাসসহ আরও অনেকে।