রবিবার, ২৯ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ফেনীতে ৯৬১ বিদেশফেরত হোম কোয়ারেন্টিনে।।লালমোহন বিডিনিউজ
ফেনীতে ৯৬১ বিদেশফেরত হোম কোয়ারেন্টিনে।।লালমোহন বিডিনিউজ
সাফায়েত উল্ল্যাহ ফেনী: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন বিদেশফেরতকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বর্তমানে জেলায় ৯৬১ বিদেশফেরত হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের সঙ্গে হোম কোয়ারেন্টিনে রয়েছে তাদের পরিবারের সদস্যরাও।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৪৭ জনের। সবমিলিয়ে ফেনীতে এ পর্যন্ত মোট ৩২৪ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। যেসব বিদেশফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে তাদের মৌখিক ছাড়পত্র দিয়ে পর্যবেক্ষণে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে ফেনীর জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার তাহসিন নুর অমি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।