শনিবার, ২৮ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » পদ্মা সেতুর ২৭তম স্প্যান বসলো আজ।।লালমোহন বিডিনি্উজ
পদ্মা সেতুর ২৭তম স্প্যান বসলো আজ।।লালমোহন বিডিনি্উজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পদ্মা সেতুর ২৭তম স্প্যান বসানো হলো আজ। এর ফলে দৃশ্যমান হলো সেতুর চার হাজার ৫০ মিটার।
শনিবার (২৮ মার্চ) শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হয় স্প্যানটি। শুক্রবার সকালে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে শরীয়তপুরে নেয়া হয়।
সেতুর নির্বাহী প্রকৌশলী জানান, করোনা আতংকের মধ্যেই পদ্মাসেতুর কাজ এগিয়ে যাচ্ছে। ২৬ তম স্প্যান বসানোর ১০দিনের মাথায় বসানো হচ্ছে আরেকটি। প্রস্তুত রয়েছে আরও ৫টি স্প্যান। এপ্রিলের ১৫ তারিখের মধ্যে আরো দুইটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। সাড়ে চার হাজার দেশি শ্রমিকের মধ্যে করোনাভাইরাস আতঙ্কে ছুটি নিয়েছে প্রায় ৩ হাজার শ্রমিক।