শনিবার, ২৮ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি-আইইডিসিআর
করোনায় নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি-আইইডিসিআর
ডেস্ক : দেশে নতুন করে আর কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে আইডিসিআর। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও চারজন। ৪৮ জনের মধ্যে মোট ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর মহাখালী থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।