শুক্রবার, ২৭ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাছ বাজারে প্রশাসনের হানা, নদীর বিভিন্ন প্রজাতির মাছ আটক
লালমোহনে মাছ বাজারে প্রশাসনের হানা, নদীর বিভিন্ন প্রজাতির মাছ আটক
নিজস্ব প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে মাছ বিক্রয়কালে নদীর বিভিন্ন প্রজাতির প্রায় এক মণ মাছ আটক করেছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় গজারিয়া মাছ বাজার থেকে এগুলো আটক করা হয়।
পরে আটককৃত মাছগুলো স্থানীয় দু:স্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, নৌবাহিনীর টহল টিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।