বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বোরহানউদ্দিনে মাইক্রোবাস-অটো মুখোমুখি, নিহত-১
বোরহানউদ্দিনে মাইক্রোবাস-অটো মুখোমুখি, নিহত-১
বোরহানউদ্দিন প্রতিনিধি।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যেরপুল এলাকায় মাইক্রোবাস ও অটোরিকসার সংঘর্ষে মোঃ শামিম (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। নিহত শামিম বোরহানউদ্দিন উপজেলার চরঢোস এলাকায় মোঃ পলাশের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লালমোহন থেকে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে ভোলা সদর উপজেলা শহরের দিকে আসছিলো। পথে বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যেরপুল এলাকায় হঠাৎ করে বিপোরীত দিকে থেকে আসা অপর একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে সংর্ঘষ হয়। এতে নারীসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত শামিমকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এছাড়া আহত ১০ জনের মধ্যে ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।