বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » যারা বাড়িতে গেছেন, পুকুরে ঝাঁপাঝাঁপি করবেন না-ডা. মো: নজরুল
যারা বাড়িতে গেছেন, পুকুরে ঝাঁপাঝাঁপি করবেন না-ডা. মো: নজরুল
ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সাবেক উপাচার্য ডা. মো. নজরুল ইসলাম বলেছেন, ‘যারা গ্রামে গেছেন তারা পুকুরে ঝাঁপাঝাঁপি করবেন না। চুপচাপ নিজ নিজ বাড়িতে থাকুন। আর সবাই সাবান ব্যবহার করুন। সাবান অনেক সস্তা এবং এটা সবাই কিনতে পারে। আর এই সাবান করোনাভাইরাসের মতো ভয়াবহ ভাইরাসও মারতে পারে।
বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ কতটা ঝুঁকিতে আছে? এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘরে থাকার কথা বলেছি। সরকারও বলেছে। এর মধ্যে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। সরকার কতগুলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করেছে, সেই লিস্টটা আমার কাছে আছে’
‘একটা বাড়িতে কেউ যদি আক্রান্ত হয় তাকে হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত আলাদা রুমে রাখতে হবে। কিন্তু অনেক বাসাতেই আলাদা রুমের ব্যবস্থা নেই।’
‘আমরা আরও দুই সপ্তাহ পর্যবেক্ষণ করে দেখব এই ভাইরাস ছড়ানোর অবস্থা কীরকম’, বলেন তিনি।